ভেড়ামারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে জাসদ, পুলিশের হামলা ও ভাংচুর : জেলা বিএনপির নিন্দা

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে জাসদ, পুলেশের হামলা ও ভাংচুুরের ঘটনায় নিন্দা জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় পুলিশ ও জাসদ গণবাহিনীর চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বিএনপি নেতা সাজেদুল, জামাল, যুবনেতা বিপ্লব, শাহিন, ছাত্রনেতা খায়রুল, জনি সহ বেশকিছু নেতাকর্মী আহত হন। এছাড়াও বিএনপি নেতা শিহাবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান রিয়েল ও ছাত্রদল নেতা সোভন আহম্মেদকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর, বাড়ির কেয়ারটেকার কে মারধর করে জাসদ গণবাহিনীর চিহ্নিত সন্ত্রাসীরা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর বানিজ্যিক কার্যালয় ভাঙচুর চালায় তারা। এবিষয়ে জোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। নেতৃদ্বয় হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান।