নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, চীন অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচন বিষয়ে চীনের কোনো ধরনের হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
পরিকল্পনামন্ত্রীর সঙ্গে নির্বাচন ছাড়াও দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন এম এ মান্নান ও ইয়াও ওয়েন।