নাটোরে বিএনপি কার্যালয়ের পাশে শান্তি সমাবেশ করল আওয়ামী লীগ

সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সহসভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক শেখ, সৈয়দ মোর্তজা আলী, সাংগঠনিক সম্পাদক ইমরান সোনার ও নলডাঙ্গা পৌসভার মেয়র মনিরুজ্জামান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সম্পাদক শরিফুল ইসলাম বলেন, বিএনপি গণতন্ত্র ভুলে গেছে। তাই তারা নির্বাচনে যেতে চায় না। তারা সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় যেতে চায়। কথায় কথায় তারা বর্তমান সরকারকে অবৈধভাবে ক্ষমতা থেকে তাড়াতে চায়, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়।

শরিফুল ইসলাম বলেন, এসব আচরণের মধ্য দিয়ে তারা এ দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। তাদের প্রতিহত না করে বঙ্গবন্ধুর সৈনিকেরা ঘরে বসে থাকতে পারে না। তাই নাটোরে বঙ্গবন্ধুর লড়াকু সৈনিকেরা ‘সন্ত্রাসের গডফাদার’ রুহুল কুদ্দুস তালুকদারের বাড়ির সামনে শান্তি সমাবেশ করছে। next

বিএনপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ অভিযোগ করেছেন, তাঁদের কর্মীরা সমাবেশে আসা-যাওয়ার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, নলডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, সাবেক কমিশনার মোহাম্মদ আখতার, সদস্য আনোয়ার হোসেন ও বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রঞ্জু উল্লেখযোগ্য।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, এসব ঘটনায় তাঁদের কেউ জড়িত নন।